বাউফলে জেল হত্যা দিবস পালিত

বাউফলে জেল হত্যা দিবস পালিত

এম অহিদুজ্জামান ডিউক, নিজস্ব প্রতিনিধি বাউফল:
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুন্ডপট্টিস্থ বাউফল আওয়ামীলীগ কার্যালয়ে (একাংশের ) এর আয়োজন করা হয়।
পৌর আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মজিবুর রহমান। এসময় প্রধান অতিথি বলেন, ১৯৭৫ বঙ্গবন্ধুর  হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী চার জাতীয় নেতাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এরই ধারবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে কতিপয় সেনা কর্মকর্তা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে সাবেক উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ হ ম কামরুজ্জামানকে গুলি করে এবং সঙ্গিন (ব্যানেট) দিয়ে বিদ্ধ করে হত্যা করে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য এসএম ইউসুফ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জহির রায়হান তালুকদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এনামুল হক মামুন ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদ।সভায় উপজেলার আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন বাউফল শাহী মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুর রহমান।